Inhouse product
বীজ বপন: বীজ বপন করার সময়ে বীজতলার মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বীজ বপন করার আগে কয়েক ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে তারপরে বীজতলায় বীজ বপন করতে হবে। বীজ মাটির গভীরে বপন করা যাবে না। বীজতলায় নিয়মিত পানি দিতে হবে।
পরিচর্যা: বীজ তলা পরিষ্কার রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে বীজ তলায় যেন পানি জমে না থাকে । মাটির প্রয়োজন অনুযায়ী সেচ বা পানি দিতে হবে। বীজতলা অতিরিক্ত পানির জন্য যেন মাটি কাদা কাদা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ বীজ তলায় যেন অবশ্যই সূয্যের আলো এবং বাতাস পায় সেদিকে খেয়াল রাখতে হবে । বীজ তলায় পানি বেশি দিলে বীজ পচে যাবে এবং পানি কম দিলে চারা গজাবে না। তাই বীজ তলায় বীজ বপনের পর থেকে পানি দেওয়ার বিষয়টিতে খুব যত্নবান হবেন।