পর্বতের চূড়ার সাদা বরফগুলো গলে কলকল ছলছল ছন্দে চলতে থাকে নানা আঁকাবাঁকা পথ ধরে। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে সমুদ্রে গিয়ে মেশারআগে সেই জলধারা কোথাও আলাদা পথ করে নেয়, আবার আলাদা আলাদা জলরাশি কোথাও গিয়ে মিলেমিশে হয় একাকার। এভাবে তৈরি হয় কতশত নদী, শাখানদী! তৈরি হয় কত কত গল্প!